Sunday, February 5

ফেসবুক নিয়ে সমস্যায় আছেন? সামাধান করুন এক্ষুনি

কিছু দিন ধরেই মোবাইল কোম্পানীগুলোর ইন্টারনেট সেবার সাথে ফেসবুকের সম্ভবত ঝগড়া শূরু হয়েছে (জোকস্‌ এপার্ট)কারণ প্রায় মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে ঢুকলে সাদা পেজ ছাড়া কিছু আসে নাবিশেষ করে যারা গ্রামীণফোন ইউজার তারাই এই সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগীআমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছিতাই এর সমাধান খোঁজার চেষ্টাই ছিলামপাওয়া মাত্র আপনাদের জানানোর জন্য এই পোস্টটি করলামসমস্যাটির দুটি সমাধান আমি পেয়েছিএজন্য নিচের দুটি সিস্টেমে ট্রাই করে দেখুন১ম টিতে কাজ না হলে ২য় টিতে অবশ্যই হবে ইনশাল্লাহ 
১ম পদ্ধতিঃ ফেসবুকে লগিন করার পর ব্রাউজারের এড্রেস বারে www.facebook.com/home লিখে এন্টার চাপুনএবার যে উইন্ডোটি আসবে সেখান থেকে Return home এ ক্লিক করে দেখুন কাজ হয় কিনা

২য় পদ্ধতিঃ এক্ষেত্রে ফেসবুকের Account Settings এ যানএবার security অপশন থেকে Secure Browsing এডিট করে তারপর Browse Facebook on a secure connection (https) when possible এই option টাতে টিক চিহ্ন দিয়ে Save দিন
দেখুন কাজ হয় কিনা

0 comments:

Post a Comment