উইন্ডোজ সেভেন সেটআপ দেবার সময় ইউজারের কাছে জানতে চাওয়া হয় সিস্টেমে অপারেটিং সিস্টেম এর ভাষা-সময়-মূদ্রা কি হবে। ঠিক ঐ সময়ে ইউজারের পছন্দ অনুসারে থিমও যুক্ত হয়, যেমন ধরুন আপনি উইন্ডোজ সেভেন সেটআপের সময় ভাষা হিসাবে ইংরেজি (ইউএস) নির্বাচন করলেন, তাহলে সিস্টেমে ইউএস-এর একটা থিম চলে আসবে সাথে বেশকিছু ওয়ালপেপার। কিন্তু আপনি কি জানেন সিস্টেমে কিছু হিডেন থিম আছে অন্যান্য ইংরেজি ভাষাভাষি এলাকার জন্য যেমন:- কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, দ: আফ্রিকার। এই থিমগুলি স্বাভাবিক ভাবে ডিফল্ট থিম হিসাবে পাওয়া যায় না, কিন্তু কিছু ট্রিক্স ব্যবহার করে এই সকল থিম ও ওয়ালপেপার অবমুক্ত করা যেতে পারে। আসুন কাজটি করে ফেলি। যেভাবে কাজটি করবেনঃ
➥ Windows Key + R চাপুন; RUN open হবে। এবার Run এ গিয়ে C:\Windows\Globalization\MCT টাইপ করে ENTER চাপুন।
➥ যে উইন্ডোটি আসবে সেখানে কিছু সাব ফোল্ডার দেখাবে: MCT-AU, MCT-CA, MCT-GB, MCT-US and MCT-ZA
এখানে লক্ষনীয় যে; AU ফর Australia, CA ফর Canada, GB ফর Grait Britain, US ফর United States এবং ZA ফর South Africa.
➥ এবার উইন্ডোজ এর সার্চ এ গিয়ে লিখুন *.theme
➥ যে থিমগুলো পাবেন CTRL + A চেপে সব থিমগুলি নির্বাচিত করুন এবং CTRL+C চেপে কপি করুন।
এরপর C:\Windows\Resources\Themes এ পেষ্ট করুন। আপনার কাজ ৯৭% শেষ, এবার বাকি ৩% সম্পন্ন করতে
➥ ডেক্সটপে রাইট ক্লিক করে Personalize এ গিয়ে Theme এ দেখুন নতুন সব থিমগুলি চলে এসেছে।
0 comments:
Post a Comment