Monday, February 20

বিনামুল্যের ওয়েবপেজ-ব্লগ তৈরীর ব্যবস্থা Jimdo

আপনি ব্লগ বা ওয়েবসাইট তৈরী করতে চান, সেখান থেকে আয় করতে চান। এজন্য অনেকগুলি ওয়েবসাইট বিল্ডার রয়েছে। যদি বিনা খরচে সেকাজ তাহলে আরো ভাল।


ওয়ার্ডপ্রেস, ব্লগার, উইবলি ইত্যাদির কথা আগে বলা হয়েছে। এদের মধ্যে বিনামুল্যের ওয়ার্ডপ্রেস আয়ের সুযোগ দেয় না, আপনাকে অবশ্যই টাকা দিয়ে সদস্য হতে হয়। ব্লগার পুরোপুরি বিনামুল্যের কিন্তু অনেকে ব্লগার ব্যবহারে সন্তুষ্ট নন। উইবলিতে বিনামুল্যের ওয়েবসাইট ব্যবহার করে আয় করা যায়, টাকা দিয়ে সদস্য হলে আরো সুবিধে পাওয়া যায়। এধরনের এরকটি ব্যবস্থা জিমডো (জিম-ডু)।

জিমডো ব্যবহার খুবই সহজ। আপনি এইচটিএমএল এর কিছুই জানেন না তাতে কোন সমস্যা নেই। শুধুমাত্র ক্লিক করে পছন্দমত ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। পছন্দমত থিম ব্যবহার করতে পারেন। আয়ের জন্য সেখানে বিজ্ঞাপন যোগ করতে পারেন।

২০১০ সালের মার্চে এর যাত্রা শুরু। তাদের তথ্য অনুযায়ী ৩০ হাজারের বেশি ই-কমার্স সাইট এটা ব্যবহার করছে। তাদের সুবিধা-অসুবিধা সহ সংক্ষিপ্ত পরিচিতি এখানে তুলে ধরা হচ্ছে।

. একাউন্টের ধরন

৩ ধরনের একাউন্ট ব্যবহার করা যায়। বিনামুল্যের, প্রো এবং বিজনেজ। বিনামুল্যের সাইটে তাদের কিছু বিজ্ঞাপন থাকে, অন্যগুলিতে থাকে না। প্রো এর জন্য বছরে ৬০ ডলার (মাসে ৫ ডলার) বিজনেস একাউন্টের জন্য ১৮০ ডলার দিতে হয়। এছাড়া প্রো এর জন্য একটি নিজস্ব ডোমেন থাকে (অন্য ডোমেন ব্যবহার করা যায়)।

. ব্যবহার

ব্যবহার অত্যন্ত সহজ। সরাসরি থিম ব্যবহার করা যায় সেইসাথে ইচ্ছে করলে এইচটিএমএল/সিএসএস পরিবর্তন করে নেয়া যায়। সাইটের একটি মোবাইল ফোন ভার্শন ব্যবহার করা যায়।

. অতিরিক্ত সুবিধা

ইউটিউব ভিডিও যোগ করা, ফটোগ্যালারী ব্যবহার কিংবা ফেসবুকের মত সাইট খুব সহজে যোগ করা যায়।

. আয়ের সুযোগ

ব্যানার বিজ্ঞাপন ব্যবহার করে আয় করা যায়।

. ই-কমার্স

অনলাইন দোকান হিসেবে ব্যবহারের জন্য সবধরনের ব্যবস্থা রয়েছে। প্রো ভাশর্নে বিক্রির ৫% কেটে নেয়া হয়, বিজনেস ভার্শনে সেটা বাদ দেয়া যায়।

. ব্লগিং

ব্ল ব্যবহার জন্য প্রয়োজনীয় সাধারন সব ব্যবস্থা আছে। তবে ক্যাটাগরি নেই। অন্য সফটঅয়্যার ইনষ্টল করে কমেন্ট ব্যবস্থাকে আরো উন্নত করা যায়।

. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

প্রো ভার্শনে মেটাট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইমেজ অলট ট্যাগ সব পরিবর্তণ করা যায়।

. যায়গা

বিনামুল্যের ভার্শনের জন্য ৫০০ মেগাবাইট, প্রো এর জন্য ৫ গিগাবাইট এবং বিজনেস এর জন্য আনলিমিটেড।

যারা অধিক দক্ষতা ছাড়াই সুন্দর সাইট পেতে চান এবং তাকে আয়ের উতস হিসেবে ব্যবহার করতে চান তাদের জন্য খুবই উপযোগি এই ব্যবস্থা।

ওয়েবসাইট বা ব্লগ থেকে সহজে কিভাবে আয় করা যায় সেবিষয়ে অন্য লেখাগুলি পড়ে নিন এই সাইটেই।


এখনই ইন্টারনেটে আয় শুরু করতে চান ? তাদের সাইটে গিয়ে ব্লগ তৈরী করুন। ফাষ্ট-টু-আর্ন এর সদস্য হোন এবং তাদের বিজ্ঞাপন সেখানে রাখুন। সাথেসাথে ফল পাবেন।

0 comments:

Post a Comment