Sunday, February 5

এইচ,টি,এম,এল শিখুন বাংলায়


বর্তমান বিশ্বে সবচেয়ে সহজ ও বড় তথ্য ভান্ডার বলা হয় ইন্টারনেটকে। আমরা বিভিন্ন ওয়েব পেইজ ব্যবহার করার মাধ্যমে ইন্টারনেট হতে প্রয়োজনীয় তথ্য বা কার্য সমাধা করি। এই ওয়েব পেইজগুলোর মূল গঠন তৈরি হয় এই এইচ,টি,এম,এল ল্যাংগুয়েজ ব্যবহার করে। ওয়েব পেইজ ডেভেলপমেন্ট শিখার প্রাথমিক ধাপ হচ্ছে এই এইচ,টি,এম,এল। এইচ,টি,এম,এল না জেনে ইন্টারনেটকে ভালভাবে জানা অসম্ভব একটি ব্যাপার। বর্তমানে যে সকল ওয়েব ডেভেলপমেন্ট ল্যাংগুয়েজ প্রচলিত আছে সেই সবগুলোর মূল ধারনা এইচ,টি,এম,এল হতে নেওয়া। এতক্ষণে নিশ্চই এইচ,টি,এম,এল এর গুরুত্ব অনুধাবন করে ফেলেছেন।
তাই আজই শুরু করে দিন এই এইচ,টি,এম,এল এর পাঠ। তাও আবার বাংলায়। এজন্য তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলুন এই চমৎকার ই-বুকটি (নিচের লিঙ্ক হতে)


ডাউনলোড লিঙ্ক

0 comments:

Post a Comment