Tuesday, December 27

লিংক বিনিময়

 আমাকে মাঝে মধ্যেই বেশ বিড়ম্বনার সম্মুখীন হতে হয় এই জিনিসটা নিয়ে। নতুন যারা SEO শিখছেন, আজ এই পোস্টের মাধ্যমে লিংক বিনিময়/Link Exchange এর বিষয়টা সংক্ষেপে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। 
আপনার ওয়েবসাইট/ব্লগের লিংক (হতে পারে আপনার সাইট/ব্লগের ডোমেইন লিংক) অন্য কোন ওয়েবসাইট / ব্লগের সাথে বিনিময় করাকেই লিংক বিনিময়/ Link Exchange বলে। এখানে বিনিময় শব্দটি ব্যবহার করা হয়েছে এই কারনে যে আপনার সাইটের লিংক যখন আপনি আরেকজনের সাইটে দিচ্ছেন তাহলে তখন ঐ ব্যাক্তির সাইটের লিংক আবার আপনার সাইট এর মধ্যে দিতে হবে। জিনিসটা দাঁড়ায় এরকম  - আপনি আমার সাইটে লিংক দিন, আর আমিও আপনার সাইটে লিংক দিব। মানে অনেকটা Give and Takeএর মত আর কি। এটাই সাভাবিক। এই কারনেই আমরা এই পদ্ধতিটাকে লিংক বিনিময়/Link Exchange বলি। এটাই Link Exchange এর বেসিক আইডিয়া।
Link Exchange কয়েক ভাবে করা যায় এবং যেভাবেই করা হোক না কেন দু পক্ষের জন্যই ফলপ্রসূ।
.          One Way Link Exchange ( শুধু আপনার লিংকটি অন্যের ওয়েবসাইটে যাবে – দিতীয় পক্ষের লিংক আপনার সাইটে দেওয়া লাগবে না। )
.          Two Way Link Exchange/Reciprocal Link Exchange (আপনার লিংকটি অন্যের ওয়েবসাইটে যাবে এবং দিতীয় পক্ষের লিংক আপনার সাইটে দেওয়া লাগবে)
.          Three Way Linking ( এখানে ৩টি ভিন্ন সাইটের লিংক একটি অপরটির সাথে বিনিময় করাতে হয়)
প্রতিটি লিংক বিনিময়/Link Exchange এর সিস্টেম SEO এর জন্য খুবই গুরুত্তপূর্ণ।তবে আগে Two Way Link Exchange/Reciprocal Link Exchange বেশ জনপ্রিয় ছিল কিন্তু এখন আর তা নেই, কিন্তু তারপরও এটির গুরুত্ত একেবারে কমে যায়নি। Three Way Linkingকরার সময় একটু খেয়াল রেখে করতে হয় তাহলে বেশ ভাল ফল পাওয়া যায়। তবে এখন গুগল সবচেয়ে বেশি পছন্দ করে One Way Link Exchange আর তাই Link Exchange এর ক্ষেত্রে One Way Link Exchange এখনকার সময়ে সবচাইতে গুরুত্তপূর্ণ এবং জনপ্রিয়।
কিছু জানার বা বলার থাকলে মন্তব্য করতে পারেন

2 comments:

ইন্টারনেট থেকে টাকা আয়ের আরো কিছু তথ্য আপনি এখান থেকে পেতে পারবেন:
http://www.earnmoneyzzzz.blogspot.com

Post a Comment