Sunday, December 4

About

বর্তমানে বাংলাদেশের তরুন প্রজস্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং । আইটি সাইটে সব থেকে দীর্ঘ সময় ধরে আলোচিত ও সমালোচিত। সমালোচিত কারণ, অনেকেই এই পথে ধীর্ঘ সময় ব্যায় করে সঠিক গাইডের অভাবে ব্যার্থ। 
ইন্টারনেট ব্যবহার করে আয় করা সম্পর্কিত পদ্ধতি এবং পরামর্শ এবং কম্পিউটার বিষয়ক বাংলা টিউটোরিয়াল নিয়ে এই ওয়েবসাইট। মুলত ফ্রিল্যান্সিং কাজে প্রয়োজন হয় এমন বিষয়গুলিকে প্রাধান্য দেয়া হয়েছে টিউটোরিয়ালের ক্ষেত্রে। সেইসাথে ভিডিও এবং ফটোগ্রাফির মত বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এসব বিষয়ে আগ্রহের কথা বিবেচনা করে।
এই ওয়েবসাইট আপনাদের জন্যই। অন্য কোন বিষয়ে যদি টিউটোরিয়াল পেতে আশা করেন কিংবা কোন সমস্যার সমাধান চান তাহলে জানাতে পারেন। চেষ্টা করা হবে সমাধানের। এই সাইট থেকে আপনি দক্ষ হয়ে উঠবেন এটা ধরে নেয়া হচ্ছে না। ওয়েবসাইটের টিউটোরিয়াল সেকাজ করতে পারে না। অবশ্যই আপনাকে এর বাইরে আরো শিখতে হবে, নিজে কাজ করতে হবে। আপনার আগ্রহের বিষয়ে আপনি স্পষ্ট ধারনা পেতে পারেন এই সাইটের মাধ্যমে। কোন কোন বিষয়ে পেতে পারেন বিশেষ পদ্ধতি শেখার সুযোগ।
যোগাযোগ, শিক্ষা, কর্মসংস্থান সব ক্ষেত্রেই আগামী দিন হবে ইন্টারনেট নির্ভর। এজন্য এখনই প্রস্তুতি নেয়া প্রয়োজন। ইন্টারনেটকে কতটুকু কাজে লাগাতে পারেন তার ওপরই নির্ভর করছে আপনার সফলতা।
আপনাদের পরামর্শ এই প্রয়াসকে এগিয়ে নিতে সাহায্য করবে।
 

1 comments:

Post a Comment