Sunday, February 5

বাংলায় শিখুন ফরেক্স

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফরেক্স শিখার ই-বুক। তাও আবার বাংলায়। বর্তমানে অনলাইন আর্নিং এর সবথেকে বড় সোর্স হচ্ছে ফরেক্স মার্কেট। যেখান থেকে প্রচুর আয়ের সম্ভাবনা আছে। অনেকেই ইন্টারনেট রিসার্চ করেন ফরেক্স সম্পর্কে জানার জন্য। কিন্তু বাংলায় ফরেক্স সম্পর্কে তেমন কোন সহায়তায় পান না। ফরেক্স সম্পর্কে জানার জন্য এই ই-বুকে পর্যাপ্ত নলেজ রয়েছে, যেখান থেকে আপনি ফরেক্স সম্পর্কে ভাল একটি ধারণা পেতে পারেন।ই-বুকটি প্রস্তুত করেছেন সৈয়দ হাসান মাহমুদ। আশা করি বইটি পড়ে আপনারা ভালই উপকৃত হবেন। নিচের ডাউনলোড লিঙ্ক হতে ডাউনলোড করে নিন ই-বুকটি।

অন্যভাবে বাড়ান আইডিএম এর স্পীড

ডাউনলোডের দুনিয়াই সেরা ডাউনলোডার আইডিএমএর গুণাগুনের শেষ নেই। তাই এই আইডিএমকে আরও আপন করে নিতে আজকে নিয়ে এসেছি এমন একটি টিপস যার মাধ্যমে আপনারা আইডিএম থেকে সম্পূর্ণ ডাউনলোড স্পীড পেতে পারবেন। আশা করছি টিপস্‌টি আপনাদের কাজে আসবে। 
প্রথমে আইডিএম এর option এ গিয়েconnection এ ক্লিক করুন।
connection type এ গিয়ে LAN 10MBS আর তারপরে defult max conn. number এ 16 দিয়ে OK করুন। ব্যাস খেল খতম।
আমার স্পিড ২০ KB এর মতো বেড়েছে । এটা সার্ভার আর CONNECTION এর উপর নির্ভরশীল । আমি 6.07 এ টেস্ট করেছি। এটা মুলত ফাইল টা কে ১৬ ভাগ করে ফেলে ডাউনলোড করে । তাই যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তার সার্ভার স্পিড বেশি হলেই শুধু স্পিড বাড়বে।

ফেসবুক চ্যাটে কালার টেক্সট ব্যবহার করে চমকে দিন আপনার বন্ধুকে

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফেসবুকের মজার একটি টিপস্‌। Facebook Chat Box এ সহজে চ্যাঁট করার জন্য টেক্সট এর কালার Black হিসেবে Default রাখা হয়, দূরত Chat এবং Overloading এর কথা চিন্তা করে। এখন আপনি এই Black Text এর সিমিত না থেকে আপনার বন্ধুদের তাক লাগিয়ে দিতে নিচের Color Code গুলো ব্যবহার করতে পারেন। আপনি ইচ্ছা করলে এই কালার কোড গুলো মাধ্যমে আপনার Facebook বন্ধুদেরকে Message Send করতে পারবেন। কোডগুলো লিখতে অবশ্য একটু কষ্ট কারণ কপি পেস্ট করে লিখতে হবে। তবুও অন্যকে চমকে দেবার মজাই আলাদা।
কিন্তু এই Color Code গুলো States Update এবং Mobile এ Support করে করবে না।
এখানে কোডগুলোর তাদের alphabets সাথে তালিকা দেওয়া দেওয়া হল।:--
[[107015582669715]] = A
[[116067591741123]] = B
[[115602405121532]] = C
[[112542438763744]] = D
[[115430438474268]] = E
[[109225112442557]] = F
[[111532845537326]] = G
[[111356865552629]] = H
[[109294689102123]] = I
[[126362660720793]] = J
[[116651741681944]] = K
[[115807951764667]] = L
[[106596672714242]] = M
[[108634132504932]] = N
[[116564658357124]] = O
[[111669128857397]] = P
[[107061805996548]] = Q
[[106699962703083]] = R
[[115927268419031]] = S
[[112669162092780]] = T
[[108983579135532]] = U
[[107023745999320]] = V
[[106678406038354]] = W
[[116740548336581]] = X
[[112416755444217]] = Y
[[165724910215]] = Z
আপনি যদি ফেসবুক চ্যাঁট বক্সে MAMUN লিখতে চান তাহলে Color Code গুলো হবে এইভাবেঃ- [[106596672714242]] [[107015582669715]] [[106596672714242]] [[108983579135532]] [[108634132504932]]

ফেসবুক নিয়ে সমস্যায় আছেন? সামাধান করুন এক্ষুনি

কিছু দিন ধরেই মোবাইল কোম্পানীগুলোর ইন্টারনেট সেবার সাথে ফেসবুকের সম্ভবত ঝগড়া শূরু হয়েছে (জোকস্‌ এপার্ট)কারণ প্রায় মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে ঢুকলে সাদা পেজ ছাড়া কিছু আসে নাবিশেষ করে যারা গ্রামীণফোন ইউজার তারাই এই সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগীআমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছিতাই এর সমাধান খোঁজার চেষ্টাই ছিলামপাওয়া মাত্র আপনাদের জানানোর জন্য এই পোস্টটি করলামসমস্যাটির দুটি সমাধান আমি পেয়েছিএজন্য নিচের দুটি সিস্টেমে ট্রাই করে দেখুন১ম টিতে কাজ না হলে ২য় টিতে অবশ্যই হবে ইনশাল্লাহ 
১ম পদ্ধতিঃ ফেসবুকে লগিন করার পর ব্রাউজারের এড্রেস বারে www.facebook.com/home লিখে এন্টার চাপুনএবার যে উইন্ডোটি আসবে সেখান থেকে Return home এ ক্লিক করে দেখুন কাজ হয় কিনা

২য় পদ্ধতিঃ এক্ষেত্রে ফেসবুকের Account Settings এ যানএবার security অপশন থেকে Secure Browsing এডিট করে তারপর Browse Facebook on a secure connection (https) when possible এই option টাতে টিক চিহ্ন দিয়ে Save দিন
দেখুন কাজ হয় কিনা

মজিলা ফায়ারফক্সের দারুন কিছু টিপস ও শর্টকাট

ফায়ারফক্স হল আমাদের সবচেয়ে প্রিয় ওয়েব ব্রাউজারব্রাউজারের দুনিয়ায় অনেক ব্রাউজার আছে তবে তাদের চেয়ে ফায়ারফক্স সবথেকে ভালকারণ মজিলা ফায়ারফক্সে অন্যান্য ব্রাউজারের তুলনায় অধিক পরিমানে এডঅন্স ও এক্সটেনশন ব্যবহারের সুযোগ রয়েছেএছাড়াও আরও বিভিন্ন কারনে অন্যান্য ব্রাউজারের তুলনায় মজিলা ফায়ারফক্সের জনপ্রিয়তা এত তুঙ্গে

নিচে ফায়ারফক্সের টিপস ও শর্টকাটগুলো দিলাম-
স্ক্রিনে অনেক জায়গা রাখতে চাইলে- View>Toolbar>Customize> এবার ক্লিক করুন Use small icons এদেখুন আপনার স্ক্রিনে অনেক জায়গা বেড়ে গেছে
কিছু কী-বোর্ড শর্টকাট:
পেজের নিচের দিকে আসতে চাইলে- Spacebar প্রেস করুন
পেজের উপরের দিকে আসতে চাইলে- Shift + Spacebarপ্রেস করুন
ওয়েব পেজে কোন কিছু খুজতে চাইলে- Ctrl + F প্রেস করুন
পরের শব্দ খুজতে চাইলে- Alt + Nপ্রেস করুন
কোন কিছু বুকমার্ক করতে চাইলে- Ctrl + D প্রেস করুন
নতুন ট্যাব খুলতে চাইলে- Ctrl + T প্রেস করুন
সরাসরি সার্চ বক্স এ যেতে চাইলে- Ctrl + K প্রেস করুন
সরাসরি এ্যাডড্রেস বার এ যেতে চাইলে Ctrl + L প্রেস করুন
লেখাকে বড় করতে চাইলে- Ctrl + =প্রেস করুন
লেখাকে ছোট করতে চাইলে- Ctrl + – প্রেস করুন
ট্যাব বন্ধ করার জন্য- Ctrl + Wপ্রেস করুন
রিলোড অথবা রিফ্রেস এর জন্য- F5প্রেস করুন
হোম পেজে যেতে চাইলে- Alt + Homeপ্রেস করুন


সয়ংক্রিয় ভাবে ওয়েব পেজের নাম বসাতে গেলে- ধরুন tech-infobd একটি সাইটের নাম এখন এর আগে www এবং পরে যদি .com/.net/.org থাকে তাহলে যা করবেন
Shift + Enter- .Net এর জন্য
Ctrl + Enter- .Com এর জন্য
Ctrl + Shift + Enter- .Org এর জন্য


আগের ট্যাব অথবা পরের ট্যাব গুলোতে নেভিগেট করতে-
Ctrl + Tab- সামনের ট্যাব এ যেতে
Ctrl + Shft + Tab- পেছনের ট্যাব এ আসতে
Ctrl +1-9- যদি আপনার ৯টা ট্যাব খোলা থাকে তাহলে ১ থেকে ৯নং ট্যাবে যাওয়ার জন্য

যদি History থেকে কোন পেজকে ডিলিট করতে চান তাহলে এ্যাডড্রেস বার থেকে পেজটি সিলেক্ট করে শুধু ডিলিট কি প্রেস করুন

RAM কে পরিষ্কার রাখুন

আমরা পিসি ব্যবহারকারীরা কমবেশী RAM এর কাজ ও গুরুত্ব সম্পর্কে জানি। এই RAM যদি সুস্থ না হয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে কি বিপর্যয় ঘটতে পারে সে সম্পর্কে বোধহয় সবাই কমবেশি আঁচ করতে পারে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি কাজের সফটওয়্যার যার নাম CyberLat-RAM-Cleaner-2.3.32-Portable।নাম শুনেই এর কাজ সম্পর্কে ধারণা করতে নিশ্চই কষ্ট হচ্ছে না। সফটওয়্যারটি আপনার RAM কে পরিষ্কার রাখবে যাতে আপনি আপনার কম্পিউটারের ১০০% পারফরমেন্স পেতে পারেন। সফটওয়্যারটি পোর্টেবল, তাই এটি যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন। তাই এক্ষুনি ডাউনলোড করে নিন এই কাজের সফটওয়্যারটি নিচের লিঙ্ক হতে।

ল্যাপটপ ব্যাটারির আয়ু বাড়ান

যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য নিয়ে এলাম, ল্যাপটপের ব্যাটারি কে মনিটরিং করার জন্য ছোট একটি সফট। যার নাম BatteryCare। যা দিয়ে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি, হার্ড ডিস্ক ও সিপিইউ এর তাপমাত্রা কে দেখতে পারবেন এবংসে অনুযায়ী ল্যাপটপের ব্যাটারি কে অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে রক্ষা করে ব্যাটারির আয়ুকে দীর্ঘ করে নিতে পারেন।  BatteryCare মাত্র 1.28 মেগাবাইট ও সম্পূর্ণ ফ্রী। ডাউনলোড করে ইন্সটল করুন এবং ল্যাপটপের ব্যাটারীর আয়ু বাড়ান।