Monday, March 12

ফ্রিল্যান্সারদের নিয়ে ওডেস্কের আয়োজন

আউটসোর্সিংয়ে জড়িত মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) নিয়ে বিশেষ একটি আয়োজন করতে যাচ্ছে জনপ্রিয় ওয়েবসাইট (অনলাইন মার্কেটপ্লেস) ওডেস্ক (www.odesk.com)।এ আয়োজনের নাম ‘কন্ট্রাক্টর অ্যাপ্রেসিয়েশন ডে’।ওডেস্কের আনুষ্ঠানিক ব্লগ থেকে এ তথ্য জানা গেছে। এই আয়োজনটি কোথায় হবে তা নির্বাচন করা হবে ফেসবুক ব্যবহারকারীদের ভোটে। এই আয়োজনে থাকবেন ওডেস্ক বিশেষজ্ঞরা, যাঁরা একে অপরের সঙ্গে কাজ নিয়ে আলোচনা করবেন, নানা কাজ শেখাবেন এবং থাকবে ছবি তোলার ব্যবস্থা। ভোটের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার নামও রয়েছে।

ভোট সংগ্রহের জন্য অনলাইনে চালু করা হয়েছে ভোটিং অ্যাপ্লিকেশন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীরা সহজেই ভোট দিতে পারবেন নিজের পছন্দের শহরকে। এ জন্য www.facebook.com/odesk?sk=app_120199061442071 ঠিকানায় গিয়ে ভোট দিতে হবে। অ্যাপ্লিকেশনটিতে গেলে অনেকগুলো শহরের তালিকা আসবে। সেখান থেকে ঢাকাকে ভোট দিতে এর নামের ওপর ক্লিক করলে নিচে আসবে Submit Vote অপশন। এতে ক্লিক করলে ভোট দেওয়া হয়ে যাবে। ইচ্ছা করলে ভোট দেওয়ার পর তা ফেসবুকে শেয়ারও করা যাবে। সর্বশেষ হিসাব অনুযায়ী, অনলাইনে ভোটাভুটিতে শীর্ষ পাঁচ শহরের মধ্যে ঢাকা রয়েছে। অন্য শহরগুলোর মধ্যে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা ও ইলিগান, পাকিস্তানের লাহোর এবং যুক্তরাষ্ট্রের অস্টিন। ভোট দেওয়ার শেষ তারিখ ১৬ মার্চ। ২১ মার্চ নির্বাচিত শহরের নাম জানানো হবে। প্রতি ২৪ ঘণ্টায় একজন ব্যবহারকারী একটি ভোট দিতে পারবেন

0 comments:

Post a Comment