আউটসোর্সিংয়ে জড়িত মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) নিয়ে বিশেষ একটি আয়োজন করতে যাচ্ছে জনপ্রিয় ওয়েবসাইট (অনলাইন মার্কেটপ্লেস) ওডেস্ক (www.odesk.com)।এ আয়োজনের নাম ‘কন্ট্রাক্টর অ্যাপ্রেসিয়েশন ডে’।ওডেস্কের আনুষ্ঠানিক ব্লগ থেকে এ তথ্য জানা গেছে। এই আয়োজনটি কোথায় হবে তা নির্বাচন করা হবে ফেসবুক ব্যবহারকারীদের ভোটে। এই আয়োজনে থাকবেন ওডেস্ক বিশেষজ্ঞরা, যাঁরা একে অপরের সঙ্গে কাজ নিয়ে আলোচনা করবেন, নানা কাজ শেখাবেন এবং থাকবে ছবি তোলার ব্যবস্থা। ভোটের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার নামও রয়েছে।
ভোট সংগ্রহের জন্য অনলাইনে চালু করা হয়েছে ভোটিং অ্যাপ্লিকেশন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক...