বিসমিল্লাহীর রাহমানির রাহীম।
বাংলাদেশে নতুনভাবে ক্লিকসেন্স নামের পিটিসি সাইট ব্যবহারের সুযোগ দেয়ার পর অনেকেই আগ্রহী হয়ে সদস্য হচ্ছেন।* * সাইট তৈরি করা হয়েছেঃ ডিসেম্বর ২০০৬* * যাত্রা শুরু করেছেঃ ফেব্রুয়ারি ২০০৭* * বাংলাদেশ ও তুরস্কের নিবন্ধন চালুঃ ২৩ নভেম্বর ২০১১* * যেসব দেশ নিষিদ্ধের তালিকায়ঃ* Niger, Afghanistan, Antarctica, China, Cuba, Iran, Iraq,N.Korea.Vietnam.*সাধারন পিটিসি সাইট থেকে তাদের:# সেবার মান ভাল ।# সহজে টাকা পাওয়া যায় ।# অনলাইনে আছে ৪ বছরের মত সময় ধরে।# কোন সরাসরি রেফারেল লিমিট নাই ।# আছে শক্তিশালী ফোরাম।এতে মেম্বার এবং স্টাফদের মাঝে সবসময় যোগাযোগ থাকে এবং এতে করে যে কেউ...