Thursday, January 26
Wednesday, January 25
Monday, January 23
পিটিসি সাইটের জানা অজানা তথ্য !!
পিটিসি নিয়ে আমি আগে বলেছি, আবার বলছি দেখা যায় এ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলছে। আর আমরা সঠিক তথ্য না জানার ফলে অনলাইনে সবচেয়ে সহজ আয়ের পথ থেকে বঞ্চিত হচ্ছি। আজ আপনাদের পিটিসি সাইট নিয়ে পূর্ণাঙ্গ ধারণা দেয়ার চেষ্টা করব।
আর আমাদের জন্য তো বটেই । আমরা কাজ করতে চাই কম, আয় করতে চাই বেশি ।
আমার মতে,পিটিসি সাইটে আয় করতে চাইলে সময় দিন,বিভিন্ন ফোরাম,ফেসবুক গ্রুপ এবং অনলাইন আয়ের বিভিন্নWebsite বা ব্লগ।
দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলছে। কারন হিসাবে বলা চলে :
# সহজ
# কোন কাজ জানতে হয় না
# ৩০-৪৫মিনিট সময় ব্যায় করলে হয়।
# আয় কম বলা যাবে না। যেমন আমি নিয়োবাক্সে দেখেছি এখানে অনেকের আয় মাসিক লক্ষ টাকার উপরে(যাদের ডাইরেক্ট রেফারেল ৫০০০+) + রেন্টেড।
আমি বিভিন্ন জায়গায়,Website(Microworkers,MinuteWorkers,Minijob,Sitetask,PTC Site) এ এ্যাড দিয়ে রেফারেল বাড়াবার চেষ্টা করি। সেখানে আমি বিভিন্ন দেশের রেফারার পাই , যেমন- USA,UK,Belzeum,Netherland, Portugal,India,Pakistan,Philipine,Indonesia এরা প্রতিদিন কাজ করে কিন্তু আমাদের দেশের অনেকে এখানে এ্যাকাউন্ট অপেন করে দেখা যায় নিয়মিত কাজ করে না আবার অনেকে এত অল্প আয় দেখে আগ্রহ হারিয়ে ফেলে।আসুন দেখি ইউরোপ,আমেরিকা পারলে আমরা পারব না কেন ?
তাহারা কি কৌশল পালন করে?
আর আজ আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব।
PTC এর মিনিং হচ্ছে “Paid to Click” অর্থাৎ বিভিন্ন বিজ্ঞাপন দাতারা যাদের বিজ্ঞাপনের বাজেট কম তারা তুলনামুলক কম মুল্যে পিটিসি সাইটে এড দেয় ।
কিন্তু সেই এড দেখবে কে?
তাই আমার আপনার মত লোকজন সেই এড গুলো দেখি এবং এই এড গুলো দেখার বিনিময়ে পিটিসি সাইট গুলো আমাদের নির্দিস্ট অর্থ প্রদান করে। আপনাকে সাইট গুলো প্রতিদিন একটি নির্দিস্ট পরিমান এ্যাড দিবে এবং আপনি সেই এ্যাড গুলো দেখবেন এবং প্রতি এ্যাড দেখার বিনিময়ে আপনাকে সর্বোচ্চ ১ সেন্ট পর্যন্ত পে করবে (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে) । এছাড়া আপনার রেফারেলে কেউ যদি ওই সাইটে রেজিস্ট্রেশন করে, তবে তাদের দেখা প্রতি এডের বিনিময়ে আপনি পাবেন সর্বোচ্চ ০.৫ সেন্ট করে (মেম্বারশিপের ক্ষেত্রে) । আপনি ভালো সাইট গুলো থেকে গড়ে রেফারেল ছাড়া দৈনিক ৩-৫ সেন্ট আয় করতে পারবেন। পিটিসি কাজ সম্পর্ক জানেন তাদের জন্য এই পোষ্ট নয় যারা নতুন তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। ইন্টারনেটে অনেক পিটিসি সাইট আছে যার বেশির ভাগই ভুয়া (scam) পেমেন্ট করেনা। তাই সবার কাছে অনুরোধ থাকবে কোন সাইট দেখেই কোন খোজ-খবর না নিয়ে কাজ করা শুরু করবেন না যেন। পিটিসি সাইট গুলোর ৯০% ই ভুয়া অর্থাৎ স্ক্যাম। কিন্তু ওই ১০% পিটিসি থেকে সত্যি আয় করা যায়।
প্রথমেই আপনাদের বলি আপনি যদি কোন কাজে দক্ষ হয়ে থাকেন ( যেমন গ্রাফিক্স ডিজাইন, কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ,ডাটা এন্টিবা অন্য যেকোন ধরনের সফটওয়্যারে) যদি আপনার দক্ষতা থেকে থাকে তাহলে পিটিসি সাইটে কাজ করে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না দয়া করে, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করে অধিক আয় করতে পারবেন, পিটিসি শুধু মাত্র তাদের জন্য যারা যাদের দিনে কিছু ফ্রী সময় আছে কিন্ত কোন কাজ পারেন না ,বা অনলাইনে আয়ের ব্যাপারে একেবারে নতুন বা আয়ের জন্য কাজ শিখছেন। যে সাইটেকাজ করবেন তার সম্পর্কে গুগলে (Google) এ সার্চ করুন সাইটি সম্পর্কে বিস্তারিত জানুন।
মুলত ৪ ধরনের পিটিসি সাইট আছে:
১. Elite PTC Site :- এই পিটিসি সাইট গুলো অনেক পুরনো (কমপক্ষে ২ বছর), কোন রকম সমস্যা ছাড়াই নিয়মিত গ্রাহকদের পেমেন্ট করে আসছে। এই ধরনের পিটিসি সাইট খুব কম আয় কম, অনেক খুজে বের করতে হয়, কিন্তু কাজ করার জন্য ৯৯% নিরাপদ।
২. Legit PTC site :- পুরোনো সাইট, অতীতে কিছু সমস্যা দেখা গিয়েছিলো সেগুলো রিকভার করে বর্তমানে গ্রাহকদের নিয়মিত পেমেন্ট করে যাচ্ছে, তবে স্ক্যাম হবার হাল্কা পাতলা সম্ভাবনাও আছে। কাজ করা যেতে পারে।
৩. New PTC site :- এসব পিটিসি সাইট একবারেই নতুন লোভনীয় অফার যুক্ত, ম্যাক্সিমাম নিউ সাইট কিছুদিন পেমেন্ট করার পর স্ক্যাম হয়ে যায়, বাজারে এদের সংখ্যাই বেশি। কাজ করা প্রচুর রিস্কি এবং এখানে কাজ করে আয় করার সম্ভাবনা ৪০%। তাই নতুনদের এ ধরনের সাইট এড়িয়ে যাবার পরামর্শ রইলো।
৪. Scam site!!! :- যেসব লিগিট বা নিউ সাইট গ্রাহকদের হটাৎ পেমেন্ট বন্ধ করে দেয়, উল্টা পালটা অ্যাকাউন্ট ব্যান করে দেয় সেগুলোকে Scam সাইট বলে। এসব সাইট থেকে ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০হাত দূরে থাকুন।
যদি কোন সাইট সম্পর্কে স্ক্যাম (scam) হিসেবে কোন তথ্য পান তাহলে ভুলেও সেই সাইটে কাজ করে সময় নষ্ট করবেন না।
প্রতি মাসে যারা ১০০$-৫০০$ আয় করতে চান !!
আজ আমি আপনাদের কতগুলি টেকনিক শিখিয়ে দিবো যেগুলো মেনে চললে ধরা খাবার সম্ভাবনা খুবই কম থাকবে এবং আয় করতে পারবেন ইন্টারনেটে আয় এর অন্যতম পিটিসি সাইট থেকে।
১. আপনার হাতে যদি প্রতিদিন ৩০-৪৫ মিনিট সময় থাকে তবে এই ট্রিক্স গুলো দেখতে পারেন।
২. প্রথমেই ৮-১০টি এলিট পিটিসি সাইট নির্বাচন করুন। শুনতে খুব সহজ মনে হচ্ছে বাট এই খোঁজাটাই সবচে কঠিন। হাজার হাজার পিটিসি সাইট থেকে এলিট সাইট খুজতে জান বের হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন এলিট সাইট পাওয়া এত সোজা কথা না, সাইট নির্বাচনের ক্ষেত্রে বেশি সময় দিন, গুগলে Top 10 Elite Ptc, Elite Ptc ইত্যাদি চটকদার কথা লিখে সার্চ দিন, দেখবেন অনেকেই ফাও ফাও সব সাইটকে এলিট লিখে রেফারেল ভিক্ষা চাইছে। সেই সব সাইটের নাম আবার গুগল এ লিখে সার্চ দিন, বিভিন্ন ফোরামে এবং ব্লগে যাবেন, ওই সাইট সম্পর্কে মানুষের মন্তব্য দেখবেন।যদি গুগল এ খোজা খুজির সময় কোথাও ওই সাইট সম্পর্কে উল্টা পাল্টা বা স্ক্যাম হিসাবে তথ্য পান তবে ওই সাইট বাদ দিন। ২-১দিন খোজা খুজির কাজ করলে এমনি সব বুঝে যাবেন।
৩. এমন এলিট সাইট নির্বাচন করুন যেগুলো রেফারেল ছাড়া আপনাকে দিনে ৩-৫সেন্ট পে করবে। কিছু সাইট আছে যেগুলো ৪টি এড দেখার বিনিময়ে আপনাকে ৪সেন্ট দিচ্ছে আবার কিছু সাইট আছে যেগুলো দিনে আপনাকে ঠিকই ৪সেন্ট পে করছে কিন্তু তার বিনিময়ে এড দেখাচ্ছে ১০-১২টি, মানে “পার এড পে” তারা খুব কম করছে, এতে করে আপনার বেশি সময় লাগবে,সম্ভব হলে সেগুলো পরিহার করুন।
৪. যেসব অরিজিনাল পিটিসি সাইটে দেখবেন প্রতি ক্লিকে আপনাকে সামান্য বেশি পে করছে বাট মিনিমাম পেমেন্টের পরিমান খুবই বেশি যেমন ১৫$ ২০$ এরকম তখন সেসব সাইটে অ্যাকাউন্ট খুলবেন না কারন রেফারেল ছাড়া সেই মিনিমাম পেমেন্টে পৌছাতে আপনার বছর কাবার হয়ে যাবে। সাধারানত যেসব এলিট সাইটে মিনিমাম ক্যাশ আউট ২$-১০$ সেগুলো সিলেক্ট করুন।
৫. একটি পিসি অর্থাৎ একটি আইপি এড্রেস থেকে কোন পিটিসি সাইটে একটি মাত্র অ্যাকাউন্ট করা যাবে।
৬. একই আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট করার চেস্টা করবেন না এতে ২টি অ্যাকাউন্টই ব্যান হবার সম্ভাবনা থাকে।
৭. বিভিন্ন লোভনীয় অফার যুক্ত নতুনপিটিসি সাইট পরিহার করুন, যেমনদেখলেন অ্যাকাউন্ট খুললেই ১$ বোনাস অথবা১ম ১০০০ জন পাবেন প্রিমিয়ামঅ্যাকাউন্ট এর সুবিধা ইত্যাদি ইত্যাদি, মনেরাখবেন এগুলো স্ক্যাম ছাড়া আরকিছুই না।
৮. কাজ শুরু করার আগে আপনার যেসব বন্ধু বান্ধব, কাজিন, রিলেটিভ যারা পিটিসি সম্পর্কে জানেনা, তাদের কনভেন্স করে আপনার ডাইরেক্ট রেফারেল করে নিন, নূন্যতম ১০জন হলে খুব ভালো হয়।
৯. সবসময় রেফারেলের সংখ্যা বাড়াতে চেস্টা করবেন কারন মুলত রেফারেলের সংখ্যার উপরেই আপনার ইনকামের পরিমান নির্ভর করবে। আপনার রেফারেল লিঙ্ক যেকোন পিটিসি অ্যাকাউন্ট এর ব্যানার অপশন এ থাকবে। ওই লিঙ্কের মাধ্যমে আপনার বন্ধুদের রেজিস্ট্রেশন করান।
১০. সবসময় চেস্টা করবেন পরিচিত বা অন্য কারো রেফারেল এ যোগ দিতে, কারন আপনি যদি রেফারেল ছাড়া যোগ দেন তবে সাইটের এডমিন আপনাকে প্রতি মাসে মাসে আপনার অনুমুতি না নিয়ে বিভিন্য মানুষের কাছে রেন্টেড রেফারেল হিসাবে বিক্রি করবে আর এই জিনিশ টা আমার কাছে ভালো লাগে না। আমার জন্য কারো যদি একটু উপকার হয় তবে ক্ষতি কি?
১১. যদি কাজ করার ইচ্ছা থাকে তবে একটু কস্ট করে নিয়মিত কাজ করবেন কারন সাইটে নিয়মিত কাজ না করলে অর্থাৎ দিনে নির্দিস্ট সংখ্যক বিজ্ঞাপন না দেখলে আপনার রেফারেল এর ক্লিকে টাকা পাবেন না এবং একটি নির্দিস্ট সময় ইনএক্টিভ থাকলে আপনার পিটিসি অ্যাকাউন্ট অটোমেটিকেলি ডিলিট হয়ে যাবে। বিভিন্ন ফোরাম,ফেসবুক গ্রুপ,মাইক্রোজব,মিনিজব,MicroWorkers,Sitetask,পিটিসি সাইটে এবং অনলাইন আয়ের বিভিন্ন Website বা ব্লগ সবসময় সক্রিয় থাকুন,রেফারেল বাড়ানোর চেষ্টা করুন,তবে কাউকে ভূল বা মিথ্যা তথ্য দিয়ে নয়।
১২. অনেক সময় অ্যাকাউন্ট খুলতে ঝামেলা হতে পারে বিশেষত যারা মোবাইল কোম্পানি গুলোর শেয়ারড আইপি ইউজ করে যেমন গ্রামীণ, বাংলালিঙ্ক, রবি, এয়ারটেল ইন্টারনেট। সেক্ষেত্রে যে কোন ভালো আইপি চেঞ্জার সফটওয়্যার দ্বারা আইপিচেঞ্জ করে অ্যাকাউন্ট টা খুলে নিতে পারেন।
১৩. আপনি কিছু অর্থের বিনিময়ে নির্দিস্ট সময়ের জন্য (যেমন ১মাস) কিছু রেফারেল কিনতে পারেন। তবে এক্ষেত্রে ওসাবধান, বুঝে শুনে টাকা ইনভেস্ট করবেন আর এক সাথে অনেক টাকা ইনভেস্ট করার দরকার নাই, ধরা খেলে নিজের চুলছেড়া ছাড়া কোন উপায় থাকবে না।
১৪. আপনাদের একটা ছোট্ট হিসাব দেখাই, Suppose আপনার প্রথম মাস ১০টি অ্যাকাউন্ট খুললেন, প্রত্যেক সাইট দিনে ৪ সেন্ট করে পে করে। সুতরাং রেফারেল ছাড়া দিনে ১০টি সাইট থেকে আয় করতে পারবেন ৪০সেন্ট করে এবং মাসে (৪০*৩০)=১২০০সেন্ট মানে ১২ডলার মানে ৮৪০টাকা। আবার, ম্যাক্সিমাম সাইট গুলো পার রেফারেল ক্লিকে করে পে করে .০০৫সেন্ট করে। আপনার যদি ১০জন ডাইরেক্ট রেফারেল থাকে আর তাদের ডেইলি এভারেজ ক্লিক হয় ২.৫ তবে একটি সাইট থেকে আপনার ডেইলি ইনকাম (.০০৫*২.৫*১০)= ০.১২৫সেন্ট + আপনার নিজের ইনকাম ৪সেন্ট= (০.১২৫+৪)= ০.১৬৫ সেন্ট , সুতরাং ৩০দিনে আয় (০.১৬৫*৩০)= ৪৯.৫০ ডলার বা ৫০$ (প্রায়) বা ৩৫০০টাকা।আবার অনেক সাইট আছে যাদের কাছ থেকে রেফারেল রেন্ট করা যায় এবং তাদের দ্বারা আয় করা যায়।যেমন নিয়োবাক্সে আমার রেন্ট রেফারেলের সংখ্যা ১০০+ এবং প্রতি মাসে এই সংখ্যা বাড়ছে।(.০০৫*২.৫*১০০)= ১.২৫ ডলার মাসে (১.২৫*৩০)= ৩৭.৫০ ডলার। (৩৭.৫*১০)= ৩৭৫ডলার।এভাবে যদি ১০ টা সাইট থেকে আয় করতে পারেন এবং রেফারেলবাড়াতে পারেন, তাহলে আপনার আয় হতে পারে মাসে লক্ষ টাকা।
১৫. ১০টি সাইটের পিছনে আপনাকে প্রতিদিন সময় ব্যয় করতে হবে ৩০-৪৫মিনিট। একটি একটি করে ১০টি সাইটের এ্যাড দেখতে কিন্তু অনেক সময় লাগবে, ৫টি করে সাইট ৫টি টেব এ খুলবেন। প্রতি এ্যাডে ক্লিক করার পর পর ই ব্রাউজারের ইমেজ লোড অফ করে দিন তবে এড তারাতারি লোড হবে। এ্যাড দেখা শেষ হলে আবার ইমেজ লোড অন করুন এবং নতুন এডে ক্লিক করার পর একই পদ্ধতি অবলম্বন করুন।
১৬ . প্রতি ১৫দিনে একবার করে আপনার সাইট গুলো সম্পর্কে গুগলে খোজ খবর নিন যে সাইট ঠিক-ঠাক আছে কিনা।
১৭. পিটিসি সাইটে কাজ করতে চাইলে প্রচুর ধৈর্য্য থাকা অত্যাবশ্যক। NeoBux এবং Clixsense এর ফোরামের সকল পোস্টগুলি পড়া। নিয়মিত নিয়োবাক্সে চ্যাটে অংশগ্রহণ করা । অনলাইন আয়ের বিভিন্ন Website(বাংলা,ইংরেজী ),ব্লগ,ফেসবুক,বিভিন্ন সোস্যাল Networking সাইটে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
DOWNLOAD PDF: CLICK HERE
বাংলাদেশে নতুনভাবে ক্লিকসেন্স নামের পিটিসি সাইট।
বিসমিল্লাহীর রাহমানির রাহীম।
বাংলাদেশে নতুনভাবে ক্লিকসেন্স নামের পিটিসি সাইট ব্যবহারের সুযোগ দেয়ার পর অনেকেই আগ্রহী হয়ে সদস্য হচ্ছেন।
* * সাইট তৈরি করা হয়েছেঃ ডিসেম্বর ২০০৬
* * যাত্রা শুরু করেছেঃ ফেব্রুয়ারি ২০০৭
* * বাংলাদেশ ও তুরস্কের নিবন্ধন চালুঃ ২৩ নভেম্বর ২০১১
* * যেসব দেশ নিষিদ্ধের তালিকায়ঃ* Niger, Afghanistan, Antarctica, China, Cuba, Iran, Iraq,N.Korea.Vietnam.
*সাধারন পিটিসি সাইট থেকে তাদের:
# সেবার মান ভাল ।
# সহজে টাকা পাওয়া যায় ।
# অনলাইনে আছে ৪ বছরের মত সময় ধরে।
# কোন সরাসরি রেফারেল লিমিট নাই ।
# আছে শক্তিশালী ফোরাম।এতে মেম্বার এবং স্টাফদের মাঝে সবসময় যোগাযোগ থাকে এবং এতে করে যে কেউ যেকোন সমস্যার জন্য ফোরাম ই যথেষ্ট।
# দৈনিক ৫ ডলার আয়ের সুযোগ।
# এ পর্যন্ত এদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই ।
* টাকা উত্তোলনের জন্য ৪ টা উপায়:
* Alert pay,
* Pay pal,
* Liberty Reserve,
* Checks (sent out monthly) ইত্যাদি জনপ্রিয়তার কারন।
অনেকেই দিনে যথেষ্ট পরিমান ক্লিক করার সুযোগ পান না। এমন কোন পদ্ধতি কি আছে যেখানে আপনি বেশি ক্লিক করার সুযোগ পাবেন। বেশি ক্লিক মানেই যেখানে বেশি টাকা। সদস্য হওয়ার পর আপনি সাইটটি বুকমার্ক করে রাখবেন এটাই স্বাভাবিক।সেখানে গিয়ে হয়ত দেখলেন আপনার নামে ক্লিক করার বরাদ্দ নেই। সাথেসাথে সাইট থেকে চলে না গিয়ে বরং সাইটের অন্যান্য লিংকে ক্লিক করুন। তাদের মেনু বা তথ্যের লিংকে। শতভাগ নিশ্চিত না হলেও অধিকাংশ ক্ষেত্রে আপনি ক্লিক করার সুযোগ পাবেন। এটা পরীক্ষিত পদ্ধতি। PTC তাছাড়া আপনি তদের Free Toolbar Download করতে পারেন। এতে যখন ই এ্যাড দিবে তখনই প্রদর্শিত হবে। অবশ্যই আপনি আরো বেশি টাকা আয় করতে পারেন রেফারেল ক্লিক ব্যবহার করে। আপনার লিংকটি বিভিন্নভাবে প্রচার করুন। সেই লিংক থেকে যারা সদস্য হবেন তারা আয় করলে আপনি সেই আয়ের অংশ পাবেন। তাদেরকে টাকা দিয়ে সদস্য হলে আপনার সদস্যের রেফারেন্সে যারা সদস্য হবেন তাদের আয়ের ভাগও পাবেন।এখনও ক্লিকসেন্সের সদস্য না হলে সদস্য হোন।
সদস্য হতে এখানে ক্লিক করুনঃ http://www.clixsense.com/?3869877
অন্য সবকিছুর পাশাপাশি যদি ১০০-২০০ ডলার আয় করা যায় আপত্তি কেন ?
DOWNLOAD PDF: CLICK HERE
Sunday, January 22
Saturday, January 21
List of Blog Directories
They are looking to increase traffic to your blog? Building links from directories to increase your link popularity, drive traffic and search engine rankings.
There are several lists of “blog directories” around the Internet, but most of them have only a handful of directories, and is not a qualifying factor to make it easier for the reader to browse through the list.
Below is a comprehensive list of blogsdirectory found, sorted by their Alexa ranking. We also have the Page Rank of each directory in the list to add more detail. Have fun!
BLOG DIRECTORY | PAGERANK | ALEXA |
5 | 1 | |
6 | 316 | |
7 | 4821 | |
7 | 5350 | |
6 | 7501 | |
5 | 13431 | |
7 | 23826 | |
7 | 29593 | |
7 | 33807 | |
6 | 46602 | |
7 | 54862 | |
6 | 58187 | |
5 | 12610 | |
6 | 46840 | |
6 | 62276 | |
7 | 70000 | |
6 | 72172 | |
6 | 74926 | |
6 | 77798 | |
6 | 80012 | |
6 | 83121 | |
7 | 84667 | |
6 | 92205 | |
6 | 96308 | |
7 | 100052 | |
6 | 118010 | |
6 | 104394 | |
7 | 118470 | |
5 | 119470 | |
5 | 122972 | |
6 | 134736 | |
5 | 136386 | |
5 | 165293 | |
5 | 174240 | |
6 | 181274 | |
5 | 200304 | |
5 | 216210 | |
6 | 231052 | |
5 | 231244 | |
6 | 240401 | |
5 | 243187 | |
5 | 245137 | |
5 | 246817 | |
5 | 253731 | |
0 | 260041 | |
5 | 270163 | |
5 | 270449 | |
5 | 304010 | |
5 | 313468 | |
6 | 314116 | |
4 | 314157 | |
5 | 314160 | |
5 | 319197 | |
5 | 325343 | |
4 | 361618 | |
6 | 381223 | |
5 | 419847 | |
5 | 497951 | |
5 | 504610 | |
5 | 515636 | |
5 | 548901 | |
5 | 559462 | |
4 | 622062 | |
5 | 629832 | |
5 | 632138 | |
4 | 715258 | |
5 | 735127 | |
5 | 751608 | |
4 | 768196 | |
4 | 814706 | |
5 | 817622 | |
4 | 883904 | |
4 | 1039483 | |
4 | 1078346 | |
4 | 1098680 | |
4 | 2113555 |