Sunday, February 5

RAM কে পরিষ্কার রাখুন

আমরা পিসি ব্যবহারকারীরা কমবেশী RAM এর কাজ ও গুরুত্ব সম্পর্কে জানি। এই RAM যদি সুস্থ না হয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে কি বিপর্যয় ঘটতে পারে সে সম্পর্কে বোধহয় সবাই কমবেশি আঁচ করতে পারে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি কাজের সফটওয়্যার যার নাম CyberLat-RAM-Cleaner-2.3.32-Portable।নাম শুনেই এর কাজ সম্পর্কে ধারণা করতে নিশ্চই কষ্ট হচ্ছে না। সফটওয়্যারটি আপনার RAM কে পরিষ্কার রাখবে যাতে আপনি আপনার কম্পিউটারের ১০০% পারফরমেন্স পেতে পারেন। সফটওয়্যারটি পোর্টেবল, তাই এটি যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন। তাই এক্ষুনি ডাউনলোড করে নিন এই কাজের সফটওয়্যারটি নিচের লিঙ্ক হতে।

ল্যাপটপ ব্যাটারির আয়ু বাড়ান

যারা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য নিয়ে এলাম, ল্যাপটপের ব্যাটারি কে মনিটরিং করার জন্য ছোট একটি সফট। যার নাম BatteryCare। যা দিয়ে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারি, হার্ড ডিস্ক ও সিপিইউ এর তাপমাত্রা কে দেখতে পারবেন এবংসে অনুযায়ী ল্যাপটপের ব্যাটারি কে অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে রক্ষা করে ব্যাটারির আয়ুকে দীর্ঘ করে নিতে পারেন।  BatteryCare মাত্র 1.28 মেগাবাইট ও সম্পূর্ণ ফ্রী। ডাউনলোড করে ইন্সটল করুন এবং ল্যাপটপের ব্যাটারীর আয়ু বাড়ান।

Auto Photo Editor 3.5 দিয়ে আপনার ছবিকে আরও সুন্দর করে নিন

আপনি এমন কাউকে হয়তো খুজে পাবেন না যিনি নিজের সুন্দর ছবি তুলতে পছন্দ করেন না। সবাই নিজেকে নিজের ছবিতে সুন্দর দেখাতে চেষ্টা করেন। আপনার সেই প্রিয় ছবিটিকে আরও সুন্দর করে তোলার জন্য, যদি ফটোশপের বিকল্প একটি ছোট সফটওয়্যার দিয়ে তা করা যায়, তাহলে কেন এটিকে ব্যবহার করবেন না। তাই আপনাদের জন্য নিয়ে এলাম Auto Photo Editor 3.5 নামের ছোট একটি সফটওয়্যার মাত্র 1.43 MB
আপনি এখানে একটি rar ফাইল পাবেন, এটাকে Extract করলেই পেয়ে যাবেন Auto Photo Editor 3.5 setup.exe সেট আপ ফাইল। ইন্সটল করুন ও ইন্সটল শেষে Serial-Auto photo Editor3.5.txt থেকে সিরিয়াল কি ব্যবহার করে এটিকে ফুল ভার্সন করে নিন। ডেক্সটপ আইকন থেকে ডাবল ক্লিক করে Auto Photo Editor ওপেন করুন এবং ছবিকে যে ভাবে এডিট করবেন তা ধাপে ধাপে অনুসরণ করুন
১. Add Image থেকে যে ছবি এডিট করবেন তা সিলেক্ট করুন।
২. ডাবল ক্লিক করুন।
৩. Original Image দেখতে পাবেন।
৪. Filters Applied দেখতে পাবেন।
৫. Filter List এ টিক চিহ্ন দিন, দেখুন Filters Applied ছবির মান পরিবর্তন হচ্ছে। এভাবে যতটুকু প্রয়োজন এডিট করে নিন।
৬. Process Files এ ক্লিক করে JPG ফরম্যাট সিলেক্ট করে Folder অপশন এ ক্লিক করে কোথায় ছবিটিকে রাখাবেন তা দেখিয়ে দিন এবং Process Now ক্লিক করলেই ছবিটি আপডেট হয়ে Save হয়ে যাবে।

যা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন

ফায়ারফক্সকে দিয়ে কথা বলান

আমরা সবাইতো পড়তে জানি তাই আমাদের কোন সমস্যা হচ্ছে না ফায়ারফক্স ব্যবহার করতে, তাই না? অনেকে আবার নেট এ কোন কিছু পড়তে অনীহা বোধ করেন। আর সেটা যথন হয় ইংরেজী লেখা তখন তো আর কথায় নেই। এখন এমন যদি হতো আপনার মজিলা ফায়ারফক্সটি কোন লেখাকে শব্দ হিসেবে পড়ে শোনাত তাহলে কেমন হয়! বলুন তো? খুব মজা না কি বলেন। বেশি কিছু না আপনার কাজ মজিলার একটি এড-অন্স ডাউনলোড করা। এড-অন্সটি ডাউনলোড করুন ও ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার যে কোন লেখা (ইংরেজি) নির্বাচন করুন। এরপর লেখার উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন। মেনু থেকে Say It ক্লিক করুন। এখন শুনুন আপনার মজিলা ফায়ারফক্স লেখাকে পড়ে শোনাচ্ছে। নিচের লিঙ্ক থেকে ফায়ারফক্সের জন্য এডঅনটি ডাউনলোড করে নিন।

Saturday, February 4

AVG Anti-Virus Free Edition 2012

Protect your computer from viruses and malicious programs.
 Download  link

বাংলায় জুমলা শিখুন


আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চমৎকার ও খুবই গুরুত্বপূর্ণ একটি ই-বুক। যেটি লেখা হয়েছে জনপ্রিয় সিএমএস ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার জুমলাকে নিয়ে। তাও আবার বাংলায়। ই-বুকটির লেখক জনাব পার্থ সারথি কর। বইটিতে খুব সাবলীলভাবে জুমলার পরিচিতি ও ব্যবহারবিধি ব্যখ্যা করা হয়েছে।
জুমলা শিখতে আগ্রহী যে কেউ এই বইটি পড়ে জুমলা আয়ত্ব করতে পারবেন। ই-বুকটি ডাউনলোড করুন নিচের ডাউনলোড লিঙ্ক হতে।
ডাউনলোড লিঙ্ক

learn php within 24 hour


just download this book from download link and learn easily php within 24 hours
download